Table of Contents
এ তুমি কেমন তুমি
এ তুমি কেমন তুমি
চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো। (২)
জন্মের আগেও জন্ম পরেও
জন্ম তুমি এমন,
সুরেরও গভীর সুরে
পদাবলীর ধরন যেমন। (২)
কথা নয় নীরবতায়
সজলতার আখর ভরো,
এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো।
এ তুমি কেমন তুমি
চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো। (২)
এসেছি আগেও আমি
যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলক
তোমার মতই অশ্রুমতি। (২)
অশ্রুর একটি ফোঁটায়
জন্ম আমার আমার মরণ,
নীরবে জাতিস্মরের
গল্প বলা তোমার ধরণ। (২)
ঝরেছ বৃষ্টি হয়ে
আগেও তুমি আবার ঝরো,
এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো।
এ তুমি কেমন তুমি
চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো। (২)
তথ্য
গান | এ তুমি কেমন তুমি | শিল্পী | রূপঙ্কর বাগচী |
ছায়াছবি | জাতিস্মর | কথা | কবির সুমন |
সাল | ২০১৪ | সুর | কবির সুমন |
গানটি শুনুন
প্লে বাটনটি ট্যাপ বা ক্লিক করে সরাসরি এই গানটি শুনুুন।
উপরের ভিডিওতে পুরো গানটি না থাকার জন্য নীচে আরেকটি ভিডিও দেওয়া হল: