দুগ্গা এলো লিরিক্স | Dugga Elo Lyrics | Durga Pujo Song1 min read

দুগ্গা এলো

শিউলি ফুলের নোলক দেব
দেব কাচের চুড়ি, (২)
খোপায় আমি বেঁধে দেব
হলুদ সোনাঝুড়ি।

নুপুর দেব, ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।

ওও..
কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোর বাঁশি বাজে।

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে..
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে। (২)
দুগ্গা এলো দুগ্গা এলো (৪)

মা যে আমার দশভূজা
আগলে রাখে সব,
ধনধান্য পুষ্পে এবার
সাজাবো উৎসব। (২)

হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়..

সব ভালো হোক
দু’হাত পেতে মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই।

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগে না রে..
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে। (২)
দুগ্গা এলো দুগ্গা এলো (৪)

অঞ্জলি আর সন্ধি পুজো
পঞ্চপ্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো। (২)

আর যেও না মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখ বিনাশে যেন
দুর্গা বসত করে।

সব ভালো হোক
দু’হাত পেতে মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই।

দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে..
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে। (২)
দুগ্গা এলো দুগ্গা এলো। (৩)

গানদুগ্গা এলোশিল্পীআকৃতি কক্কর, দেবাঞ্জলি
লেবেলএসভিএফকথারাজীব চক্রবর্তী
সাল২০২০ সুরঅজয় সিংহ



0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x