ভারত আমার ভারতবর্ষ
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো। (২)
কিরীটধারিণী তুষারশৃঙ্গে
সবুজে সাজানো তোমার দেশ,
তোমার উপমা তুমিই তো মা (২)
তোমার রূপের নাহি তো শেষ।
সঘন গহন তমসা সহসা
আসে যদি নেমে আকাশে তোর,
হাতে হাত রেখে মিলি একসাথে
আমরা আনিব নতুন ভোর।
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।
শক্তিদায়িনী দাও মা শক্তি
ঘুচাও দীনতা ভীরু আবেশ।
আঁধার রজনী ভয় কি জননী, (২)
আমরা বাঁচাব এ মহাদেশ।
রবীন্দ্রনাথ বিবেকানন্দ
বীর সুভাষের মহান দেশ,
নাহি তো ভাবনা করি না চিন্তা
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ।
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো। (৩)
গান | ভারত আমার ভারতবর্ষ | শিল্পী | মান্না দে |
আ্যলবাম | চারমূর্তি | কথা | শিবদাস ব্যানার্জী |
সাল | ১৯৭৮ | সুর | অজয় দাস |